ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নবীনগর প্রেসক্লাবের ৩৯ বছরে পদার্পণ

নবীনগর প্রেসক্লাবের ৩৯ বছরে পদার্পণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ৩৯ বছর পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, শিশুদের দৌড় ও স্মৃতিশক্তি প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, স্মৃতিচারণ আলোচনাসভা, ক্রেস্ট ও র‌্যাফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপি নবীনগর ডিগ্রি মহিলা কলেজে প্রেসক্লাব সদস্যদের পরিবারের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শ্যামপ্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী প্রিয়াঙ্কা সরকার, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ?্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য জাকির হোসেন রাসেল, এমকে কিবরিয়া রিপন, তৌহিদুল ইসলাম, জাকারিয়া সরকার তসলিম, মলাই মিয়া, আতাউর রহমান, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত