ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দুই সার ব্যবসায়ীকে জরিমানা

দুই সার ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার দিনাজপুরর বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরে ও রনগাঁও ইউনিয়নের চিন্তামনি বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা। অভিযানে লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ী ১০ হাজার ও কৃষককে না দিয়ে অন্য মানুষকে সার দেয়ায় আরেক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জানান, উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের মেসার্স এজাজ ট্রের্ডাসের মালিক এজাজ কৃষকের কাছে সার বিক্রি না করে অন্য মানুষের কাছে সার বিক্রিসহ অনিয়ম করে আসছিল। সে কারণে তার ১০ হাজার এবং রনগাঁও ইউনিয়নের চিন্তামনি বাজারে মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক জাহাঙ্গীরের কাছে সার বিক্রির লাইসেন্স না থাকার পরও সার বিক্রির কারণে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে সার বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত