ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঘাঘট লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবি

ঘাঘট লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবি

ঘাঘট লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানা নির্ধারণ, শহরের ফুটপাত দখলমুক্ত, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার দাবি জানানো হয়েছে। শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলনের মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে গত সোমবার সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান আলোচক গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. আহসানুল করিম লাছু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ওয়ার্কার্স পার্টির প্রণব চৌধুরী, কমিউনিস্ট পার্টির গোলাম রব্বানী মুসা, সাম্যবাদী আন্দোলনের অ্যাড. নওশাদুজ্জামান, অধ্যাপক রোকেয়া খাতুন, বাসদ মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, গণফোরামের মোস্তাফিজুুর রহমান বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মৃণাল কান্তি বর্মণ, শ্রমিক নেতা কাজী আবদুল ওয়াদুদ, নারী নেত্রী মিতা হাসান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত