ঢাকা ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দুই সহযোগী নিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

দুই সহযোগী নিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও তার দুই সহযোগীকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হাবিব নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের আখলিছ মিয়ার ছেলে ও নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

একই সঙ্গে গ্রেপ্তার সহযোগীরা হলেন- উপজেলার চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) ও আলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল হাসনাত (২১)। গতকাল সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য দেন।

গত সোমবার জৈন্তাপুর থানার এসআই মোহাম্মদ লুৎফুর রহমানসহ পুলিশ সদস্যরা তামাবিল সড়কে অভিযান চালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত