ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দুর্যোগব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ

দুর্যোগব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ

রংপুরের পীরগঞ্জে উৎপাদন ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ উন্নয়ন স্বপ্ন প্রকল্পের আওতায় জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকিহ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার বড়দরগাহ ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্বপ্ন প্রকল্পের অযোজনে এ প্রশিক্ষণে বক্তব্য রাখেন প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মিজানুর রহমান বিপ্লব, সাংবাদিক বখতিয়ার রহমান, শিক্ষক লাবলু মিয়া, প্রকল্পের কর্মি শারমিন খাতুন, মহাসিনা খাতুন প্রমুখ। প্রশিক্ষণে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন, দুর্যোগ হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জেন্ডার বৈষম্য নিরসনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ প্রশিক্ষণ কর্মশালায় ইউপি সদস্য, গণমাধ্যম, স্বাস্থ্য, শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত