ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহ্যবাহী ‘গোয়ালন্দ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সময়ের কাগজের রাজবাড়ী প্রতিনিধি মো. শহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ক্লাব সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেন। আহ্বায়ক কমিটির মূল দায়িত্ব হবে আগামী মার্চ-২০২৫ এর মধ্যে ক্লাবের নির্বাচন আয়োজন করে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা। সভায় আলোচনা করা হয়, প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করতে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। এতে ক্লাব সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাব সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন কমিটি প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রেখে এর সুনাম বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত