ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাইবার অপরাধ বিষয়ক সেমিনার

সাইবার অপরাধ বিষয়ক সেমিনার

লালমনিরহাটে সাইবার অপরাধ ও নারী নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য আলোচক ছিলেন, পুলিশ সুপার তরিকুল ইসলাম। সেমিনারে তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাইবার অপরাধ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের নারী শিক্ষার্থীদের ভালো-মন্দ বিবেচনায় নিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হবে। অবাধ তথ্য প্রবাহের যুগে ইন্টারনেট ব্যবহার যেমন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, তেমনি এর ঝুঁকি এবং নিরাপত্তার বিষয়টি সম্পর্কে জানতে হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নূরে তাসনিম, সেমিনারের আহ্বায়ক ধীরাজ কুমার রায়। সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত