ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি, সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি এবং মসজিদ ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর উলামা পরিষদ।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের পালং উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোাভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। পরে সেখানে মাওলানা আবু বকরের সভাপত্বি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা খলিলুর রহমান, মাওলনা মিজানুর রহমান, মাওলনা জিয়াউল হক, মাওলানা সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ।

সমাবেশ সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও খুনিদের দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়ে সরকারকে সময় নির্ধারণ করে দেয়। নির্ধারিত সময়ে সরকার উলামা পরিষদের দাবি মেনে না নিলে পরবর্তীতে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারী দেন বক্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত