ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক কারবারি সজল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অধিনায়ক মো. মারুফ হোসেনের দিকনির্দেশনায় গত বুধবার সন্ধ্যায় উল্লেখিত রেলওয়ে স্টেশনে ‘আন্তঃনগর পদ¥া এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে ১০৩ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত