গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে খলিল মিয়া (৫২) ও মাহিন মিয়া (২০) নামে দুই মাদক কারবারিকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।
এর আগে গত শুক্রবার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারি খলিল মিয়া বাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাদলা গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ও অন্য মাদক ব্যবসায়ী মাহিন মিয়া একই জেলা ও থানার ধোপখোলা গ্রামের কনু মিয়ার ছেলে।
