ফেনীর সোনাগাজীতে গত শুক্রবার সন্ধ্যায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের রিকশা চালক আবুল হাশেমের কন্যা। পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, নিজ বাড়ির লাকড়ির ঘরে আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পান তার ভাই আবুল হাসনাত। গতকাল শনিবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকালে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।