ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ময়মনসিংহের ভালুকার কামারিয়া বড় চালায় ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী অটো চালক। নিহত রত্না আক্তার(৩০) কামারিয়া বড় চালার মৃত মুক্তার হোসেন কন্যা ও স্বামী কামরুল ইসলাম (৩৫) ভালুকার বর্তা গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র বলে জানা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় গত শুক্রবার বিকালে অটো চালক কামরুল ইসলাম তার স্ত্রী ও ৫ বছরের শিশু পুত্রকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে আসেন।

পরে রাতে খাওয়া দাওয়ার পর স্বামী-স্ত্রী একটি ঘরে রাত্রি যাপনের সময় দুজনের মধ্যে কথা কাটাকাটির জেরে ঘরে থাকা একটি দা দিয়ে স্বামী কামরুল তার স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পরে কামরুল নিজেই ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে ভালুকা মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ২টি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কহলেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত