মাগুরায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলামের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিবারের আয়োজনে কলেজ শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি ঢাকা জজ কোর্টের আইনজীবী তরিকুল ইসলাম।

দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মছিহুল আজম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল আলম প্রদীপ, শ্রীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্যা, প্রাক্তন ছাত্র ও ঢাকা হাইকোর্টের আইনজীবী মনিরুল ইসলাম, আবু ইছাহাক, বনানী বিশ্বাস, মিয়া মাহমুদুুন নবী প্রমুখ।