জাতীয় দিবস উদযাপনে আলোচনা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম, বারবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সভাতে ইউএনও দেদারুল ইসলাম বলেন, যথাযোগ্য মর্ষাদায় দুটি দিবস পালনে বিগত বছরের ন্যায় সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি প্রমুখ।
