কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। গত রোববার কৃষি অফিস প্রাঙ্গনে আয়োজিত বিতরণ সভায় উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার নাজনিন সুলতানা, আস্রাফ হোসেন পাটোয়ারী, মাহমুদুল আলম টিপু, আজিজ উল্লাহ। এসময় সোনাগাজী প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আবদুল হান্নান, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল আউয়াল সজিবসহ উপকারভোগী কৃষক ও কৃষি অফিসের লোকজন উপস্থিত ছিলেন।
