‘বিএনপি জনগণের পাশে থাকে’

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপি মানুষের দুঃখে-সুখে পাশে থাকে এবং সবসময়ে থাকবে বলে বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমটিরি সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। গতকাল শুক্রবার ফতুল্লার মাহমুদপুরে স্থানীয় যুবদলের উদ্দ্যেগে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মামুন মাহমুদ আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন তিনি এই দেশটা যেন সব জাতি-ধর্ম, ধনী-দরিদ্র নির্বশেষে সব মানুষের জন্য হয় সেভাবে গড়ে তুলতে চান। এই শীতে দরিদ্র মানুষের যাতে কষ্ট না হয় তারজন্য তাদের পাশে দাঁড়াতে বলেছেন। আগামীতে তারেক রহমান দেশের মাটিতে ফিরে এসে আপনাদের পাশে থেকে সেবা করবেন। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোরশেদ আলমের সভাপতিত্বে ওয়ার্ড যুবদলের সভাপতি জামান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।