মাটিচাপায় শ্রমিক নিহত

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মাটি ও ট্রলি চাপা পড়ে মিজানুর রহমান নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত মিজানুর সদর উপজেলার মোহনপুর গ্রামের এলাহী বাক্স সরদারের ছেলে। গত বৃহস্পতিবার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর এলাকায় বেতনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজানুর রহমান সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় বেতনা নদীর পাড়ে স্তুপ করে রাখা মাটি কাটছিলেন। সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ উপরের মাটি ধসে পাশে থাকা ট্রলিসহ মিজানুরের গায়ের উপরে পড়ে। এতে মাটি ও ট্রলি চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় মাটি শ্রমিক মিজানুর রহমান। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।