বিসিক উদ্যোক্তা মেলা শুরু
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বিভিন্ন জেলার ৭৫টি স্টল নিয়ে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার জেলা শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মদ আলী হাসাপাতাল মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়ড়া উড়িয়ে উদ্যোক্তা মেলার দ্বার উন্মোচন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। তিনি বলেন, এমন মেলা আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করতে পারবেন। বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক পরিচালক মীর শাহে আলম, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহ-সভাপতি কবীর আহম্মেদ। অতিথিদের বক্তব্য শেষে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। এ সময় তারা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের খোঁজ নেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন। মেলায় সর্বমোট ৭৫টি স্টল রয়েছে। এ ছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডার ও খাবার দোকান রয়েছে। এই মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হবে না ক্রেতাদের। বিসিক উদ্যোক্তা মেলা যেন মিলনমেলায় পরিণত হয়েছে। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন বাহারি পণ্যের দোকান বসেছে। নিজের তৈরি জিনিস ও খাবার সবার মাঝে ছড়িয়ে দিতেই মেলায় অংশ নিয়েছেন নারী উদ্যোক্তরা। এক নারী উদ্যোক্তা বলেন, আমি পাট পণ্য নিয়ে কাজ করি। পাটের ব্যবহার সবার মাঝে ছড়িয়ে দিতেই এই মেলায় অংশ নিয়েছি। আমার এই স্টলে পাচ্ছেন পাটের সব পণ্য যেমন, বাজার করার ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, ওয়ালম্যাট, পাখির বাসা, জুতাসহ বিভিন্ন ধরনের জিনিস। বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তারা বাঁশ, বেত, কাঠ ও পাটের তৈরি বিভিন্ন শোপিস, নিত্যব্যবহার্য তৈজসপত্র সাজিয়ে বসিয়েছেন তাদের স্টলে।
