জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি

জাতীয় সাংবাদিক সংস্থার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

গত শুক্রবার পিরোজপুর শহরের সংস্থার অস্থায়ী জেলা কার্যালয়ে পিরোজপুর জেলা কমিটির সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুরের ৫ উপজেলার সঙ্গে ৯ সদস্যের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

পরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশীদ শাইন ও মহাসচিব মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এবং তাদের হাত দিয়ে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা কমিটির কাছে অনুমোদন পত্র হস্তান্তর করা হয়।

এতে ডেইলি অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আজাদ হোসেন বাচ্চু কে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি

মো. জিয়াউল ফকিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।