আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ-তারাগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে নাশকতার পরিকল্পকরার অভিযোগে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ।

গতকাল শনিবার গ্রেপ্তারদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে নাশকতার পরিকল্পনায় গত শুক্রবার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হয়।

তাদের আচরণ সন্দেহ হওয়ায় এলাকাবাসী তাদের ঘেরাও দিয়ে আটকিয়ে সন্ধ্যায় পুলিশে দেয়। এদিকে গ্রেপ্তারদের নাশকতাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাপাসিয়া উপজেলা শহরে বিএনপি দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন জানান, রানীগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় নদীতে জেগে উঠা ধাঁধার চরে বেশকিছু অপরিচিত লোকজন জড়ো হয়েছিল।

বিজয় দিবস উদযাপনকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে ২০/৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দেয়া হয়েছে।