বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। গতকাল সোমবার শহর থেকে গ্রাম- সর্বত্রই যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে জাতি।
কুমিল্লা : প্রত্যুষে কুমিল্লা টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খায়রুল আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। নগরীর টাউন হল থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীর টাউনহল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
খাগড়াছড়ি : জেলা সদরের মাইনি ভ্যালিস্থ শহীদ স্মৃতিসৌধে তোপধ্বনির মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রথমে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তারপর জেলা প্রশাসন, জেলা পুলিশ, পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণ করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিজয় শোভাযাত্রা ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কুষ্টিয়া : কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। গতকাল সোমবার প্রথম প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সকাল ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এসময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেহেরপুর : প্রত্যুষে সরকারি কলেজ মোড়ে অবস্থিত গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক সহ মুক্তিযোদ্ধারা। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর পর জেলা সদরের জনসেবা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্র, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পরিষদের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরীফা হক। ক্রমান্বয়ে জেলা পুলিশের পক্ষে এসপি সুপার সাইফুল ইসলাম সানতু, পৌরসভার পক্ষে প্রশাসক শিহাব রায়হান ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। জেলা সদরের জনসেবা চত্বরে বিজয় মেলার উদ্বোধন এবং জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মো. সুরুজ্জামাল প্রমুখ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ‘প্রত্যয়-৭১’ এর পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শেরপুর : জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপিসহ নানা পেশার মানুষ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক করেন। পরে জেলা বিএনপির আহ্বায়ক হজরত আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী। এ সময় আরো বক্তব্য রাখেন- সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, শহর বিএনপির সভাপতি, মামুনুর রশীদ পলাশ প্রমুখ। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর : প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি উদযাপন শুরু করা হয়। পরে জেলাবাসীর পক্ষে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন শহীদদের স্মরণে মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দীন কালু, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও জেলা শিল্পকলা একাডেমি মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।
মাগুরা : জেলার শ্রীপুরে প্রত্যুষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার উদ্বোধন এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার ওসি ইদ্রীস আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ : শহরের কাচারীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, মুন্সীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আয়োজনে বিজয় মেলার উদ্বোধন, জেলা শিল্পকলার হল রুমে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
সিরাজগঞ্জ : রবির প্রশাসনিক ভবন-১ এ জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন রবির উপাচার্য (ভিসি) ড. এসএম হাসান তালুকদার। পতাকা উত্তোলনের পর রবির আনসার সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এরপর এক বিজয় র্যালি রবির প্রশাসনিক ভবন-১ হতে শুরু হয়ে স্থানীয় রবীন্দ্র কাছারি বাড়ি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবির অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহীদ বেদিতে পুষ্পস্তবক প্রদান করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অ্যাকাডেমিক ভবন-৩ এ রবির ভিসি ড. এসএম হাসান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, রবির প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।
নাটোর : জেলা প্রশাসকের আয়োজনে শহীদদের স্মরণে মাদ্রাসামোড় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্যে দিবসটি শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, সরকার-বেমরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধারা। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
চাঁদপুর : জেলা শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড় ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১বার তোপধ্বনি ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ প্রশাসনের পক্ষে মুহম্মদ আব্দুর রকিব, নৌপুলিশের পক্ষে সৈয়দ মোশফিকুর রহমান, জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে- চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, চাঁদপুর প্রেসক্লাব, সিভিল সার্জন কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক বিভাগ, এলজিইডি চাঁদপুর, জেলা সমাজসেবা অধিপ্তর, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, জেলা মৎস্য দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর।
লালমনিরহাট : জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের বড়বাড়ী আবুল কাশেম ডিগ্রি কলেজে স্থানীয়দের উদ্যোগে পনের দিনব্যাপী বৌ-জামাই মেলা উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। গতকাল থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার বউ-জামাই মেলায় মৎস্য স্টল, পিঠা স্টল ও অন্যান্য প্রসাধনী পণ্যের স্টল স্থান পেয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বউ-জামাই মেলার প্রথম দিন উপচে পড়া ভিড় দেখা গেছে। গলায় মালা ও শাড়ি পরে মেয়ে-জামাই মেলায় এসে আনন্দ উপভোগ করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত ও আশপাশের জেলা থেকে দর্শনার্থীরা মেলায় যোগ দিয়েছেন।
পাবনা : স্মৃতিসৌধ দূর্জয় পাবনার পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। পরে পাবনা প্রেসক্লাব, পাবনা রিপোর্টার্স ইউনিটি, বিএনপিসহ জেলার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অপরদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় র্যালি বের করা হয়। র্যালি শেষে স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে সব বিভাগের ডিন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
রাঙামাটি : বিজয় দিবস উপলক্ষে রাঙামাটিতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। রাঙামাটি জিমনেশিয়াম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
মেলা উদ্বোধন পরবর্তী রাঙামাটি জিমনেশিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ (দিনাজপুর) : প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতি বীরগঞ্জ উপজেলা পরিষদ বটমূল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপঙ্কর বর্মন, উপজেলা বিএনপি সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন ধুলু, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর, জামায়াতে ইসলামীর বীরগঞ্জ উপজেলা শাখার আমির আজিজুর রহমান, নায়েবে আমীর একেএম কাওসার প্রমুখ।
সাটুরিয়া (মানিকগঞ্জ) : সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন প্রথমে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সাটুরিয়া থানার ওসি, অফিসার ক্লাব, উপজেলা প্রশাসন, সাটুরিয়া প্রেসক্লাব, এবং সাটুরিয়া থানা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের নেতৃত্বে বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে সম্মান জানান। পরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
কাউখালী (পিরোজপুর) : উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা ও বিতর্ক প্রতিযোগিতা। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত দেবনাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম আহসান কবির, সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, ওসি মো. সোলাইমান, জামায়াতে ইসলামের উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম।
সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) : উপজেলা জামায়াতের আয়োজন উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ট্রাস্ট কার্যালয়ে সুন্দরগঞ্জ পৌর আমির মো. একরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর জামাতের সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমান প্রমুখ
ইন্দুরকানী (পিরোজপুর) : উপজেলা শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ম আহ্বায়ক মাস্তান হাফিজ, এইচএম ফারুক হোসাইন, যুবদলের সভাপতি আতিকুর রহমান, সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু, ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন প্রমুখ।
ভান্ডারিয়া (পিরোজপুর) : ৩১বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা হয়। এর পরপরই শহীদ মিনারে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা। পরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। উপজেলা অডিটরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
