যে স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, তা অর্জিত হয়নি

বললেন নজরুল ইসলাম খান

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ ব্যুরো

মানুষ যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থাযী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। তিনি বলেন, স্বাধীনতা ও বিজয় দিবসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে কষ্ট হয়, কারণ মানুষ যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন এখনো অর্জিত হয়নি। এখনো দেশের লাখ লাখ মানুষ না খেয়ে ঘুমায়, লাখ লাখ মানুষ আশ্রয়হীন। এখনো আমাদের দেশে লাখ লাখ শিক্ষিত বেকার। গতকাল ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিজয় র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শহীদ জিয়া ১৯ দফা নিয়ে যে পরিবর্তনের সূচনা করেছিলেন, তাকে তা করতে দেয়া হয়নি, তাকে শহীদ করে দেয়া হয়েছে। বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়ে পরিবর্তনের সূচনা করেছিলেন, নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার পরে তার চেয়ে বেশি আর কারো অবদান নেই। তাকেও অন্যায়ভাবে হারিয়ে দেয়া হয়েছে, অন্যায়ভাবে জেলে দেয়া হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় শাস্তি দেয়া হয়েছিল এবং আরো অনেক মিথ্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল। তিনি আইনের পথে তা মোকাবিলা করার চেষ্টা করছেন। জুলাই ও আগস্টের যে আন্দোলন তা গড়ে তোলার ক্ষেত্রে তারেক রহমানের যে অবদান, তা সবাই স্বীকার করে। দিনরাত পরিশ্রম করে তিনি শুধু বিএনপিকে সংঘটিত করেননি, তিনি গোটা আন্দোলনকে সংঘটিত করেছেন। এ সময় বর্তমান সরকার প্রসঙ্গে প্রবীণ এই রাজনীতিক আরো বলেন, আমরা বিশ্বাস করি, এখন যে সরকার আছে, তারা জোর করে ক্ষমতায় আসেনি। দেশের ছাত্র-জনতা, শ্রমজীবী মানুষ, যুবক, সাধারণ মানুষ ও আমরা সবাই মিলে তাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে। একটি নির্দিষ্ট মিশনের জন্য তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা রাষ্ট্র পরিচালনার জন্য দৈনন্দিন যেসব কাজ, জনগণের সমস্যা সামাধানের জন্য কাজ করবে এবং পাশাপাশি দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই বিজয় র‌্যালিতে সংগঠনের আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতি এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম খসরু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন প্রমুখ। র‌্যালি শেষে নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। এসময় গান পরিবেশন করেন স্থায়ী ও জাতীয় পর্যায়ের শিল্পীরা।