বাগেরহাটে ১৪৪ ধারা জারি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত মাজেদা বেগম কলেজ ও বিশ্ববিদ্যারয়ে বাগেরহাটে বিএনপির সাবেক এমপি এমএএইচ সেলিমকে সংবর্ধনা দেয়ার ঘোষণায় একই এলাকায় সমাবেশ ডাকে কচুয়া উপজেলা বিএনপি। এঘটনাকে কেন্দ্রকরে অপ্রিতিকর ঘটনা এড়াতে এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দুইটি অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্নের পর গত মমঙ্গলা রাতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারিকরায় ক্ষোভ প্রকাশ করেছে জেলা বিএনপি। গতকাল কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ করে ব্যর্থ হয়।