চলনবিল পুনরুদ্ধার ও সংরক্ষণে সভা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধি
পাবনায় অস্তিত্ব সংকটে চলনবিল পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পাবনা শহরের অনন্দা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেলা রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন, চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্যদেন পরিবেশ অধিদপ্তর পাবনা কার্ষালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পানি উন্নয়ন বোর্ড পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন। বড়াল রক্ষা আন্দোলনের আহ্বায়ক এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশনেন অংশগ্রহণকারী দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, দৈনিক বিবৃতি নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি স্টার প্রতিনিধি তপু আহমেদ, দৈনিক বনিক বার্তার প্রতিনিধি শফিউল আলম দুলাল, বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, শহীদ এম মনছুর আলী কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের সহকারী অধ্যাপক ড. আল আমিন, শহীদ আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, পাবনা পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক রোখসানা পারভীন, টিএসপি পরিচালক সরকার মোহাম্মদ আলী, সাপ্তাহিক সময় অসময় প্রকাশক ও সম্পাদক কেএম বেলাল হোসেন, এলডিও নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী, সিরাজগঞ্জ ফোরামের সমন্বয়ক মির্জা বিপ্লব, মডেল স্কুলের শিক্ষক সাঈদ উল ইসলাম, সাংবাদিক শফিক আল কামাল প্রমুখ।
