আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার- এই প্রতিপাদ্যে গতকাল বুধবার জেলা-উপজেলা ও দেশের গুরুত্বপূর্ণ স্থানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
নেত্রকোণা : দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টিটিসি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক বনানী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান, অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. হায়দারুজ্জামান, ইসলামী ব্যাংকের এভিপি ও শাখা প্রধান এটিএম শাহরিয়ার হোসেন, আইএফআইসি ব্যাংকের শাখা প্রধান গোলাম মো. সাখারিয়া, জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক একেএম আব্দুল্লাহ, সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসী সাইফুল ইসলাম ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক ফরহাদ হোসেন প্রমুখ।
রংপুর : রংপুর জেলাপ্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ইসলামি ব্যাংক পিএলসি এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগী কমিশনার বলেন, রেমিট্যান্স একটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তিনি প্রবাসী এবং অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বলেন, তাঁদের রেমিট্যান্স প্রেরণ, যাতায়াত, ভিসা প্রাপ্তি প্রভৃতি বিষয়কে আরো সহজ ও নির্বিঘ্ন করতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন- রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শুশান্ত কুমার রায়, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান, ইসলামী ব্যাংক পিএলসি রংপুরের জোনাল হেড শফিয়ার রহমান প্রমুখ।
সাতক্ষীরা : র্যালি, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপাদ পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মো. আব্দুল মজিদের পরিচালনায় ও জেলা তথ্য অফিসের ইউডিএ মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক পিএলসি সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ার প্রিন্সিপাল অফিসার মাগফুর রহমান, সুশীলন সাতক্ষীরার কোঅর্ডিনেটর জিএম মনিরুজ্জামান, আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার স্বত্বাধিকারী আবু বক্কার সিদ্দিকী।
বীরগঞ্জ (দিনাজপুর) : র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপঙ্কর বর্মন সভাপতির বক্তব্যে বলেন- বাংলাদেশ সরকার সরকারিভাবে বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়ে সরকারি ঋণের মাধ্যমে বিভিন্ন দেশে লোকজন পাঠিয়ে থাকেন। কিন্তু গ্রামের সহজ সরল মানুষরা দালালের খপ্পরে পড়ে সবশান্ত হচ্ছেন। তাই সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। কেউ যেন দালালের খপ্পরে না পড়ে। অনেক প্রবাসী প্রতিমাসে বাংলাদেশে লাখ লাখ রেমিটেন্স পাঠিয়ে থাকেন। অনেক পরিবার প্রবাসীদের সঙ্গে আচরণ ভালো করেন না। প্রবাসে যারা থাকেন তাদের মনের কষ্ট পরিবার বুঝতে সক্ষম হয় না। সে বিষয়ে আমাদের ভূমিকা রাখতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, বীরগঞ্জ বিওয়াই এফসির প্রোগ্রাম ম্যানেজার সম্রাট বেপারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মণ্ডল। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তাড়াইল (কিশোরগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া ও সাংবাদিক রুহুল আমিন প্রমুখ। আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
