রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এ মিছিল নিয়ে তারা রবির অস্থায়ী প্রশাসনিক ভবন-১ এ উপাচার্যের (ভিসি) মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে রবির ভিসি প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, রবির নিজস্ব জমির পরিমাণ ২২৫ একর। এ জমিতে দ্রুত ক্যাম্পাস নির্মাণ এবং শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে।

স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত তোমাদের এ দাবির সঙ্গে প্রশাসনের কোন দ্বিমত নেই। রবির নিজস্ব জমি থাকা সত্ত্বেও অর্থ বরাদ্দ না হবার কারণে রবি প্রতিষ্ঠার ৭ বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাসে কাজ এখনও হয়নি। তবে আশাবাদী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার এবং তার আওতাধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রবির নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত মাসেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে একটি মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত করার উদাত্ত আহ্বান জানান। এ আহবানে শিক্ষার্থীরা তাদের এ আন্দোলন স্থগিত করা হয়।