অবৈধ জাল উচ্ছেদ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভোলা, প্রতিনিধি
ভোলার লালমোহনের মেঘনা নদীর ডুবোচরে মৎস্যসম্পদ ধ্বংসকারী অন্তত ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ খুটি এবং জাল উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লালমোহন ও ভোলা জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মেঘনা নদীর ৮নং চর সংলগ্ন ডুবোচর থেকে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ ছোট ফাঁসের খুটা জালের প্রায় আট হাজার খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত খুটি ও জাল বিনষ্ট করা হয়। এ সব জাল এবং খুটির বাজার মূল্য অন্তত ৫০ লাখ টাকা। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান নেতৃত্ব দেন।
