শিশুদের যক্ষ্মা নির্ণয়ে অবহিতকরণ সভা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় ৫ বছরের কম বয়সী শিশুদের মল পরীক্ষার মাধ্যমে যক্ষা নির্ণয় সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় যক্ষা কর্মসূচির উদ্যোগে গতকাল জেলা পরিষদের বারহাট্টা অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়। অবহিতকরণ সভায় বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-সচিব দবির আল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেলথ সিস্টেম ফর টিবির কান্ট্রি ম্যানেজার প্রফেসর ডা. নাজমুলহুদা, জাতীয় যক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. জাহাঙ্গীর কবীর, নেত্রকোণার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, প্রকল্প সমম্বয়কারী ডা. অংকন সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নব প্রমুখ। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের জুনিয়র কনসাল্টেন্ট ডা. কাজী তাসলিমা স্বাগত বক্তব্য রাখেন। সভায় প্রশাসন, জন প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীসহ ২৪০ ব্যক্তি অংশ গ্রহণ করেন।
