রিসোর্ট বন্ধে মানববন্ধন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলাধীন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুবায়ের হুসাইন ফয়েজী, মাওলানা আব্দুর রহমান নাদেমী, মাওলানা আশিকুর রহমান সারোয়ার, মাওলানা আব্দুল মতিনসহ বালিয়াখোড়া ইউনিয়নের ৫ গ্রামবাসী।

বক্তারা বলেন, ডেরা রিসোর্টে ৫ তারকা হোটেলের নামে মাদক ব্যবসা, দেহ ব্যবসাসহ নানা অসামাজিক কীর্তিকলাপ চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে অপরদিকে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে।