ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি রেলস্টেশনে করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার নামুড়ি স্টেশনের পাশে রেল লাইনের ওপর এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন নামুড়ি স্টেশন পার হলে অজ্ঞাত এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে স্থানীয়দের কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। পলাশী ইউপি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
