২৫ দিনেও খোঁজ মেলেনি গৃহবধূর
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের মৎস্যজীবী শহিদুল হাওলাদার এর স্ত্রী ৩ সন্তানের জননী শিমু আক্তার (৩০) গত ২৭ নভেম্বর নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৫ দিন অতিবাহিত হলেও তার খোঁজ মিলছে না। এ ঘটনায় ২৯ নভেম্বর তার মা হনুফা বেগম ভান্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ শিমু আক্তারের মা হনুফা বেগম জানান, ৮ বছর পূর্বে চরখালী গ্রামের মৎস্যজীবী শহিদুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। স্বামীর বাড়িতে ৩টি শিশুসন্তান নিয়ে সংসার করছিল (দুইটি ছেলে ইব্রাহিম (৩) আবদুল্লাহ (২) ও মেয়ে আমিনা-৭)। গত ২৭ নভেম্বর ভোর থেকে তার মেয়ে শিমু আক্তার নিখোঁজ হয়। মেয়ে নিখোঁজের বিষয়টিও তার শ্বশুরবাড়ি থেকে জানানো হয়নি বলে তিনি জানান।
