ফেরিঘাট সাময়িক বন্ধ

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পল্টন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিটিসি)। গত শনিবার রাত দেড়টার দিকে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে আটকে যাওয়ার পর ঘাটটি বন্ধ করা হয়। এ ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, তবে ট্রাক চালক ও সহকারী অল্পের জন্য রক্ষা পান।

দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটির চালক ফিরোজ জানান, ফেরিতে উঠার সময় গাড়ির ব্রেক কাজ না করায় গাড়িটি সোজা পল্টনে আটকে যায়।

দুর্ঘটনার সময় তার সহকারী হালকা আঘাত পান। চালক আরো জানান, গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল, সেটি সরে যাওয়ার পরই গাড়ি নিয়ন্ত্রণ হারায়।