বিএনপি কর্মী হত্যায় মামলা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামে বিএনপি কর্মী হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৯ জনের নামে মামলা হয়েছে। নিহতের ছেলে বহুলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের নুরনবী গং জোরপূর্বক ওই বিএনপি কর্মী বারী শেখের (৫৫) জমি দখল করে বেশ কিছুদিন আগে।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জেওে গত বৃহস্পতিবার রাতে বহুলী বাজার এলাকায় বারী শেখের পথরোধ করে হামলা ও কুপিয়ে জখম করে নুরনবী গং। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে শুক্রবার রাতে নিহতের ছেলে ওই নেতা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেন। ইতোমধ্যে এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
