‘যখনই নির্বাচন হোক বিএনপিকে ক্ষমতায় আনবে জনগণ’
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দেশে যখনই ভোট হোক না কেন, বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় আনবে এ দেশের সাধারণ জনগণ। ভোট পিছিয়ে বা কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। তারা দেশকে নরকে পরিণত করেছিল। এ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। এজন্য এতদিন ভারত তাদের ভোটবিহীন ক্ষমতায় বসিয়েছিল। গতকাল সোমবার সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ দেশের রাজনীতি ২ ভাগে বিভক্ত। ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আওয়ামী লীগসহ সমমনা দলগুলো এবং আরেক পক্ষ জাতীয়তাবাদী শক্তি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল। আগামীতে আমরা ভারত থেকে কোনোকিছুই আমদানি করব না। অনেকেই মনে করেন ভোট দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। হাসিনা একসময় বলছে কার জন্য ভোট দেব। তারেক এসে দেশ চালাইবে সেই জন্য।
আজকেও অনেকেই এমনটাই মনে করছে। বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, সেজন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু এখনো আছে। কারণ বিএনপি এলেই এ দেশের মানুষের উন্নয়ন হবে। ১৭ বছর যদি কষ্ট করতে পারেন আর কয়েক মাস কষ্ট করতে পারবেন না? আন্দোলনে নিহত ও আহত পরিবারকে দলের পক্ষ থেকে সাহায্য করা হবে।
গত ১৭ বছর এই রকম কর্মিসভা আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। এমনি অবস্থা আওয়ামী লীগ সৃষ্টি করেছিল। খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে চলন্ত ট্রেনে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের শাস্তি দিয়েছিল। ৭ জনকে পুড়িয়ে মেরেছিল। নেতাকর্মীদের বাড়িছাড়া করা হয়েছিল। এরপরেও বিএনপিকে ধ্বংস করতে পারেনি। ৭২ থেকে পঁচাত্তর এই দেশের গণতন্ত্র আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল। স্বাধীনতার পরে পল্টন ময়দানে মওলানা ভাসানী বললেন মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে থামাও। তারা দেশটা লুটপাট করে খাচ্ছে এবং খাইতে খাইতে শেখ মুজিবকেও খেয়ে ফেলেছে। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। অন্যান্যের বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা ভিপি শামিম, নাজমুল হাসান তালুকদার রানা, হারুনর রশীদ খান হাসান, মির্জা মোস্তফা জামান, রাশেদুল হাসান রঞ্জন, সাখাওয়াত হোসেন সুইট, আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
