আগুনে দোকান পুড়ে ছাই
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে আগুনে পুড়ে সর্বশান্ত হয়ে পড়েছে আনারুল ইসলাম নামের এক দরিদ্র পরিবার। গত রোববার রাত ৩টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আনারুল ইসলাম উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সয়রাগন্ধা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। আনারুলের বড় ভাই লাল হোসেন জানান, আমার ছোট ভাই গরিব। সে লোন নিয়ে একটি মুদির দোকান দিয়েছে। তার দোকানটি ছিল একমাত্র সম্বল। দোকানে থাকা সার, পটাশ, আটা, চিনি, তেল, বিস্কুট, চানাচুর সব ধরনের মালামাল বিক্রি করে তার সংসার চালান। আরো ছিলো একটি ফ্রিজ। তার একমাত্র সম্বলটি আগুনে পুড়ে গিয়ে প্রায় ৭ লাখ ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশান্ত করেছে তাকে। এলাকাবাসী ও আনারুল জানান, খাওয়া-দাওয়া শেষে দোকান বন্ধ করে বাসায় গিয়ে ঘুমিয়ে যায় আনারুল। পরে রাত ৩টার সময় এলাকাবাসী তার দোকানঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় তার ভাইসহ পরিবারের লোকজন উঠে ঘরে বাইরে হওয়ার পর পরই তার দোকানে আগুন দাউদাউ করে জলতে থাকে।
