ঘাসের পরিবর্তে শসা চাষ মিল্কভিটার তদন্ত কমিটি গঠন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা এলাকায় সরকারি গো-চারণ ভূমিতে ঘাস চাষাবাদের পরিবর্তে শসা চাষ করার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মিল্কভিটার উপ-ব্যবস্থাপক (সমিতি) ডা. তরুন তপন বিন্দকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করে মিল্কভিটা। এ কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপক (সমিতি) ডা. মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই মিল্কভিটার আওতায় ১০৬৮. ১৪ একর সরকারি গো-চারণ ভূমি রয়েছে। এ গো-চারণ ভূমি ৪৯টি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেডকে সরকারিভাবে স্বল্প মূল্যে বাৎসরিক বরাদ্দ দেয়া হয়েছে। এ গো-চারণ ভূমি গবাদি পশুর লালন পালন এবং দুধের উৎপাদন বৃদ্ধিতে ব্যবহার করার কথা রয়েছে।

অথচ স্থানীয় দুগ্ধ সমিতি ও মিল্কভিটার কতিপয় কর্মকর্তার যোগসাজসে ওই উপজেলার বৃ-আঙ্গারু ও হাড়নি এলাকায় প্রায় ১৫০ বিঘা জমি নিয়মবহির্ভূতভাবে সাব বরাদ্দ নিয়ে কৃষকরা শসা চাষ করছেন বলে অভিযোগ উঠেছে। শসা চাষে লাভবান হলেও গো-চারণ ভূমি কমে যাচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন গো-খামারিরা।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি সংবাদ প্রকাশের পর শনিবার ওই কমিটি গঠন করে মিল্কভিটা কর্তৃপক্ষ। এ কমিটির অন্য সদস্যরা হলেন- সদস্য সচিব মিল্কভিটার সহকারী ব্যবস্থাপক (সমিতি-বাথান) ইকবাল হোসেন, সদস্য মিল্কভিটার সহকারী ব্যবস্থাপক (সমিতি) ডা. এনামুল কবির, জুনিয়র অফিসার (সমিতি) ছানোয়ার হোসেন ও সমিতির সংগঠক খ. ম. আমিনুল ইসলাম।