বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে পড়ে আয়াত মিয়া নামের ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু আয়াত মিয়া রামডাকুয়া মহল্লার সাদিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, শিশু আয়াত মিয়াকে তার মা দুপুরে গোসল করার উদ্দেশ্য বাড়ির আঙিনায় রেখে কাপড় শুকাতে দিতে যান। এর মধ্যে শিশু আয়াত গোসলের জন্য রাখা পানি ভর্তি বালতিতে মাথা ঢুকিয়ে পানিতে পড়ে যায় শিশু আয়াত। কিছুক্ষণ পর শিশুটিকে বালতির পানিতে ভাসতে দেখেন তার মা।