এইডসের ঝুঁকি উত্তরণের অ্যাডভোকেসি সভা

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে গ্রাম-শহরের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য করণীয় বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিভিল সার্জনের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে ঢাকা আহছ্ানিয়া মিশনের ‘কন্টিনিউয়েশন অ্যান্ড স্কেল আপ অফ এইচআইভি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কী পপুলেশন ইন বাংলাদেশ’ প্রকল্পের টাঙ্গাইল ইউনিট। সভায় এইচআইভি এইডসের বর্তমান অবস্থা, টাঙ্গাইলের কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন টাঙ্গাইলের ড্রপ ইন সেন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ। অ্যাডভোকেসি সভায় এইচআইভি প্রতিরোধ ও আক্রান্ত রোগীর করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন মো. আজিজুল হক।