‘জামায়াত ইসলাম আল্লাহর আইন চায়’

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের শাসনব্যবস্থায় আল্লাহর আইন চায়। আল্লাহর আইন অনুসারে দেশ পরিচালনা করা হলে সমাজে শান্তি, ন্যায় ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। দেশের সব আইন আল্লাহর শরীয়াহ অনুযায়ী হওয়া উচিত। ইসলামি শরীয়াহই একমাত্র আদর্শ আইন ব্যবস্থা, যা সমাজের সব স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করবে।

গতকাল বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার উদ্যেগে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মাঠে সহযোগী সদস্য ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার আমীর মাওলানা মোহাম্মদ আবুল বাশার এর সভাপতিত্বে বিশেষ আতিথির বক্তব্য রাখেন পিরোজপুরে জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি মো. সিদ্দিকুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা আমীর শরীফ আব্দুল জলিল, ভান্ডারিয়ার আমীর আমির হোসেন খান, সেক্রেটারি মাওলানা মোফাজ্জেল হোসাইন, রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি তমিজ উদ্দিন কাজল মিয়া, বাইতুলমাল সম্পাদক মো. আবু নাঈম, গৌরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো. আবু নাঈম, ৪নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন ও ৮নং ওয়ার্ড সভাপতি আল আমিন ওমর প্রমুখ।