আঞ্চলিক সড়কের বেহাল দশায় দুর্ভোগ
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তাজুল ইসলাম, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলার অংশের গৌরীপুর-বাঞ্ছারামপুর ভায়া হোমনা সড়কের বেহাল দশায় জনজীবন অতিষ্ঠ। খানাখন্দে ভরা সড়কের অংশে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ফলে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া ৫টি উপজেলার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে অনেকে অঙ্গহানিসহ মৃত্যুরকে বরণ করছে। জানা যায়, গৌরীপুর-বাঞ্ছারামপুর ভায়া হোমনা পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার আঞ্চলিক সড়কটি দিয়ে প্রতিদিন কুমিল্লার মেঘনা, হোমনা, তিতাস, মুরাদনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার লোকজন কুমিল্লা জেলা শহর, রাজধানীসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। দাউদকান্দি, তিতাস, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে সড়কটি অবস্থিত। উক্ত সড়কটিতে প্রায় দেড় শতাধিক সংযোগ সড়ক রয়েছে। ফলে এ অঞ্চলের জন্য সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক হয়ে উঠেছে। সড়কটিতে প্রচুর সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। বিশেষ করে হোমনা থেকে ঢাকা ও কুমিল্লাগামী দুটি বাস সার্ভিস চালু আছে। দশ মিনিট পরপর এসব গাড়ি গন্তব্যের উদ্দেশে ছেড়ে থাকে।
সড়ক ও জনপথ বিভাগের গৌরীপুর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ অক্টোবর সড়কটির ১৪.৪০ কিলোমিটার সড়ক সংস্কারের আওতায় ট্রেন্ডার হয়। মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিডেট এন্ড এমডি দেলোয়ার হোসেন বাবুল (জেবি) কোম্পানি এর দায়িত্ব পায়। যার ব্যয় ধরা ছিল ১২ কোটি ১২ লক্ষ টাকা। ২০২২ সালের ৪ অক্টোবর কাজটি শুরু হয় এবং ২০২৩ সালের ৪ এপ্রিল এর মেয়াদ শেষ হয়। সিএনজিচালক জসিম উদ্দিন ও আকবর আলী জানান, জিয়ারকান্দি ব্রীজের উত্তরপাড় থেকে শিবপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এবং গাজীপুর থেকে বাতাকান্দি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। ঠিকাদারের নিম্নমানের কাজ করায় বছর না যেতেই রাস্তার পিচঢালা উঠে শত শত গর্ত হয়েছে। এই সব স্থানে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গাড়ির অনেক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলার বারকাউনিয়া গ্রামের মো. রাকিব হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত সড়কের শিবপুর ও কেশবপুর অংশে প্রায় ডাকাতির ঘটনার কথা শোনা যাচ্ছে। গত ২২ তারিখ গভীর রাতে এক আত্মীয় বাড়িতে ফেরার পথে কেশবপুর অংশে ডাকাতের আক্রমণে পড়ে। গর্তের অংশে গাড়ি স্লো থাকে বিধায় এখানে ডাকাতরা উৎপেতে থাকে। সড়ক ও জনপথ বিভাগের গৌরীপুর আঞ্চলিক অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, গৌরীপুর-হোমনা সড়কের কিছু কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কিছু অংশ মেরামত করা হয়েছে; পর্যায়ক্রমে বাকি ক্ষতিগ্রস্ত অংশও মেরামত করা হবে।
