ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

মাগুরার শ্রীপুর উপজেলার কোদলা গ্রামে গতকাল শুক্রবার সকালে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ১৫টি বাড়িঘর, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও লুটপাট হয়েছে। তোরাফ আলী রাজনৈতিকভাবে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সমথর্নকারী এবং ইয়াকুব আলী বিশ্বাস উপজেলা বিএনপির অন্য অংশের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্বাসউদ্দীন এর সমর্থনকারী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামে দুইটি সামাজিক দল বিদ্যমান। গত ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা উক্ত সামাজিক দলের নেতৃত্ব দিলেও ৫ আগস্টের পর থেকে একটা গ্রুপের নেতৃত্ব দেয় ওই গ্রামের কেয়ামত মণ্ডলের ছেলে মো. তোরাফ এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন মৃত আকবর বিশ্বাসের ছেলে ইয়াকুব আলী বিশ্বাস। উভয় গ্রুপের লোকজনের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসতেছে। এরই জের ধরে গতকাল শুক্রবার সকালে ইয়াকুব আলী বিশ্বাস গ্রুপের মো. কামরুল পশ্চিমপাড়া জামে মসজিদের ইমামের খাবার নিয়ে মসজিদে যাওয়ার সময় রবিউলের দোকানের সামনে আসলে তোরাফ গ্রুপের লোকজন তার সাথে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়। তখন তোরাফ গ্রুপের লোকজন কামরুলকে মারধর করতে গেলে তিনি দৌড়ে বাড়িতে চলে যায় এবং তিনি ইয়াকুব বিশ্বাস গ্রুপের সামাজিক লোকজন নিয়ে এসে তোরাফ আলী গ্রুপের লোকজনের উপর হামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত