শ্রমিক দ্বন্দ্বে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর এবং ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে তাদের। গত শনিবার কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী রাজমহল বাসের সঙ্গে আরেকটি লোকাল বাসের ওভারটেকিং নিয়ে শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে বাস দুটি রাজবাড়ীর মুরগি ফার্ম এলাকায় পৌঁছালে রাজবাড়ী জেলার শ্রমিকরা কুষ্টিয়াগামী বাসের শ্রমিকদের মারধর করে।