জামায়াতে ইসলামীর কর্মশালা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড টিম সদস্যদের দিনব্যাপী বার্ষিক পরিকল্পনার উপর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ওয়ার্ড টিম সদস্যদের পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।

পৌর আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবু। পৌর জামায়াতের সেক্রেটারি শাহাবউদ্দিন খলিফার সঞ্চালনায় এ কর্মশালায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।