কাবাডি প্রতিযোগিতা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা আয়োজন হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা পরিষদের পক্ষে আক্কেল আলী উচ্চ বিদ্যালয় এবং কালিয়াকৈর পৌরসভার পক্ষে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এ কাবাডি খেলায় ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিজয় অর্জন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা ও কালিয়াকৈর পৌর প্রশাসক কাউছার আহাম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, যুগ্ম সম্পাদক সাগর আহম্মেদসহ ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।