বগুড়ার আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজীর আহমেদ, ভারপ্রাপ্ত কৃষি অফিসার দীপ্তি রানী রায়, রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা বিএনপির সম্পাদক আবু হাসান, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন প্রমুখ।