কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম ও লোহাজুরী ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান ইকবাল, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, যুগ্ম আহ্বায়ক মো.রফিকুল হায়দার টিটু, সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী বাজার বণিক সমিতির আহ্বায়ক ইলিয়াছ আলী প্রমুখ। বক্তারা কৃষিজমি থেকে টপসয়েল বিক্রি বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং টপসয়েল অপসারণ বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।