চার চালককে জরিমানা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
দাগনভূঞায় মোবাইল কোর্টের অভিযানে রেজিস্ট্রেশন, লাইসেন্সবিহীন অবস্থায় গাড়ি চালানো এবং ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ট্যাক্সটোকেন নিয়ে গাড়ি চালানোর দায়ে চারজন যানবাহন চালকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দাগনভূঞা পৌর শহরে রেজিস্ট্রেশন, লাইসেন্সবিহীন অবস্থায় গাড়ি চালানো এবং ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ট্যাক্সটোকেন নিয়ে গাড়ি চালানোর দায়ে জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর ছিলেন ফেনী বিআরটিএ এমডিআই কেএম হোসনে মোবারক।