ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া ও কাঁঠালিয়ার ব্রিজের সংযোগ সড়কের মাটি ভরাটের কাজ অবশেষে সংবাদ প্রকাশের পর সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে গত ৯ জানুয়ারি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় ‘সেতুর সংযোগ সড়ক নেই’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এর পরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, এলজিইডির অর্থায়নের ২০২৪ সালে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে হুরুয়া ও কাঁঠালিয়া গ্রামের মধ্যবর্তী স্থানে সেতুটি নির্মাণ করা হয়। সেতু নির্মাণের পর থেকে সেতুর গোড়ায় মাটি না থাকায় অকেজো হয়ে পড়েছিল সেতুটি। ছবি: আলোকিত বাংলাদেশ