চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি, নৃশংস হামলা ও নির্যাতনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুলে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হয়ে আসা পুলিশ কর্মকর্তাদের সংযুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর নেতারা। গত শনিবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর নেতারা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মতিঝিল এলাকায় মূল দায়িপ্রাপ্ত ছিলেন এডিসি গোবিন্দ চন্দ্র। তিনি গণঅভ্যুত্থানে ওই এলাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা-নির্যাতন চালিয়েছেন, রক্তাক্ত করেছেন। নৃশংস হামলা চালানো এ কর্মকর্তাকে রংপুর মেট্রোতে বদলি করা হয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা মোন্তাসির বিল্লাহ ছাত্রলীগ করতেন। তিনিও এই অভ্যুত্থানে হামলা-নির্যাতনে অংশ নিয়েছিলেন। তাকেও রংপুরে বদলি করা হয়েছে। আমরা এ দুই কর্মকর্তাকে রংপুরে সংযুক্তি বাতিল করতে আহ্বান জানিয়েছিলাম; কিন্তু তা করা হয়নি। আমরা অনতিবিলম্বে তাদের সংযুক্তি বাতিল চাই।
তিনি আরো বলেন, শুধু ওই দুই কর্মকর্তাই নন, রংপুর ডিআইজি অফিসে মাসুদ আহমেদ নামে আরেক অতিরিক্ত ডিআইজি আছেন; তিনিও ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছেন। তাকেও এখান থেকে সরাতে হবে। রংপুর যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবিলম্বে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে অভিযুক্ত এসব কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। রংপুরের উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দ দেয়াসহ রেল যোগাযোগব্যবস্থার উন্নতিকরণ ট্রেনের সংখ্যা বৃদ্ধি, গ্যাসভিত্তিক কলকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি, শ্যামাসুন্দরী খাল সংস্কারসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।
এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এমন দাবি করে মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, এখনও অনেক জায়গাতে পতিত স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে রয়েছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। এ সময় রংপুরে নেসকোর বিতর্কিত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত সরকারি কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, সদস্য সচিব রহমত আলী, যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।