ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

লিফলেট বিতরণকালে আ.লীগ নেতা গ্রেপ্তার

লিফলেট বিতরণকালে আ.লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেসপুর বাজার এলাকায় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ নেতা মজনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সমেসপুর বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার বিকালে ওই বাজার এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল বারির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অন্য কয়েকজন বিশেষ কৌশলে পালিয়ে যান। তিনি রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত